ঢাকায় করোনায় মৃত্যু, মোরেলগঞ্জে জানাজা-দাফন
বাগেরহাটের মোরেলগঞ্জ হোগলাবুনিয়া ইউনিয়নের বড়বাদুরা গ্রামের অর্ধশত বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। আজ বৃহস্পতিবার সকালে বাগেরহাট জেলা সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত ২৭ এপ্রিল সকালে ঢাকায় এক ব্যক্তির মৃত্যু হয়। পর দিন তার স্বজনরা মরদেহ নিয়ে আসেন। গ্রামবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। সেই পরীক্ষার ফলাফল আমাদের হাতে এসেছে, তিনি করোনায় আক্রান্ত ছিলেন।’
ডা. কে এম হুমায়ুন কবির আরও বলেন, ‘আক্রান্ত ব্যক্তির জানাজা ও দাফনে যারা অংশ নিয়েছেন তাদের সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। ইতোমধ্যে জলো স্বাস্থ্য বিভাগের একটি দল বড়বাদুরা গ্রামে গেছে।’
হোগলাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরামুজ্জামান বলেন, ‘গত ২৭ এপ্রিল সকালে ঢাকায় ওই ব্যক্তির মৃত্যু হয়। রাতে তার দুই ভাই, স্ত্রী ও সন্তান মিলে মরদেহ মোরেলগঞ্জে নিয়ে আসেন। ২৮ এপ্রিল সকালে তারা মোরেলগঞ্জে পৌঁছেন। ওই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন— এ তথ্য তার স্বজনরা জানতেন এবং গোপন করেছিলেন। কিন্তু এলাকাবাসীর সন্দেহ হওয়ায় স্বাস্থ্য বিভাগকে জানানো হয়। চিকিৎসকরা নমুনা সংগ্রহ করার পরে জানাজা ও দাফন হয়।’
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, ‘স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছিল। ফলাফল কোভিড-১৯ পজিটিভ আসায় ৫০টি বাড়ি লকডাউন করা হয়েছে।’
Comments