বাগেরহাটে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার
বাগেরহাটের চিতলমারীতে খাল থেকে মাহমুদ শেখ (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে চিতলমারী উপজেলার বাকেরকান্দি গ্রামের দক্ষিণ শৈলদাহ খালের কচুরি পানার ভেতর থেকে মাহমুদের মরদেহ উদ্ধার করা হয়। গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি।
মাহমুদ শেখ উপজেলার কলাতলা ইউনিয়নের বাকেরকান্দি গ্রামের মৃত বজলু শেখের ছেলে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শরিফুল ইসলাম বলেন, ‘এলাকাবাসীর খবরের ভিত্তিতে শৈলদাহ খালের কচুরি পানার ভেতর থেকে আমরা মাহমুদ শেখের মরদেহ উদ্ধার করেছি। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যা না আত্মহত্যা এ বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও থানা পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে।’
পরিবারের বরাত দিয়ে ওসি আরও জানান, গত মঙ্গলবার রাত ৯টার দিকে নিজ ঘরের তালা বন্ধ করে বাইরে যান মাহমুদ শেখ। এরপর আর ফিরে আসেনি তিনি।
Comments