বিশ্বকাপ ফাইনালের জার্সি-গ্লাভস নিলামে তুলছেন আকবর

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় শুরু থেকেই ক্রিকেটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যক্তিগতভাবে সাহায্য করেছেন প্রায় সব ক্রিকেটারই। এরপর নিজেদের বিভিন্ন স্মারক নিলামে তুলেও তহবিল গঠনে সহায়তা করেছেন তারা। এবার সে ধারায় বিশ্বকাপ ফাইনালে খেলা জার্সি ও গ্লাভস নিলামে তুলছেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলী। নিলামে প্রাপ্ত অর্থ দান করা হবে করোনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে।
akbar ali
ছবি: আইসিসি

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় শুরু থেকেই ক্রিকেটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যক্তিগতভাবে সাহায্য করেছেন প্রায় সব ক্রিকেটারই। এরপর নিজেদের বিভিন্ন স্মারক নিলামে তুলেও তহবিল গঠনে সহায়তা করেছেন তারা। এবার সে ধারায় বিশ্বকাপ ফাইনালে খেলা জার্সি ও গ্লাভস নিলামে তুলছেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলী। নিলামে প্রাপ্ত অর্থ দান করা হবে করোনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে।

বৃহস্পতিবার নিজের ব্যক্তিগত ফেসবুকে আকবর এ ঘোষণা দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, 'নিঃসন্দেহে অ-১৯ বিশ্বকাপ জয় এখন পর্যন্ত আমার জীবনের সেরা অর্জন। করোনার এই সংকটকালীন সময়ে সেই অর্জনের দুটি স্মারক (১. ফাইনালের ম্যাচ জার্সি, ২. ফাইনালে ব্যবহৃত ব্যাটিং গ্লাভস) নিলামে তুলতে যাচ্ছি। নিলাম থেকে প্রাপ্ত পুরো অর্থটাই করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে।' এরপর হ্যাসট্যাগ ব্যবহার করে লিখেছেন জীবনের জন্য খেলা।

এর আগে দলীয়ভাবেও করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে এগিয়ে এসেছিলেন আকবর। সম্মিলিতভাবে আড়াই লক্ষ টাকা কোয়াবের সহায়তা তহবিলে প্রদান করেছিলেন বিশ্বকাপজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সকল খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ। এবার ব্যক্তিগতভাবে এগিয়ে আসলেন আকবর। অসহায়দের সহায়তা করতে নিজের সেরা অর্জনের স্মারক নিলামে তুলছেন তিনি।

নিজেদের কোনো স্মারক নিলামে প্রথম ঘোষণাটা এসেছিল মুশফিকুর রহিমের কাছ থেকে। টেস্টে নিজের এবং দেশের প্রথম ডাবল সেঞ্চুরির ঐতিহাসিক ব্যাটটি নিলামে তোলার কথা জানিয়েছিলেন তিনি। এরপর সাকিব আল হাসান নিলামে তোলেন তার গত বিশ্বকাপের রানের ফোয়ারা বইয়ে দেওয়ার স্মৃতিমাখা ব্যাট। যা বিক্রি হয় ২০ লাখ টাকায়।

তালিকায় আছেন আরও বেশ কিছু ক্রিকেটার। মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ আশরাফুল, লিটন দাস, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফউদ্দিনরাও নিজেদের পছন্দের স্মারক নিলামে তুলতে যাচ্ছেন।

Comments