নোয়াখালীতে বজ্রপাতে শিশুর মৃত্যু
নোয়াখালীর বেগমগঞ্জে বজ্রপাতে ফাহিমা আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী।
ফাহিমা স্থানীয় পূর্ব একলাশপুর গ্রামের আব্দুল মতিনের মেয়ে। সে একলাশপুর দালানবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবারের বরাত দিয়ে একলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খলিলুর রহমান বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে ঝড়বৃষ্টি শুরু হলে বাড়ির আম গাছ থেকে আম পড়ে। বেলা ১১টার দিকে শিশুটি বাড়ির আঙ্গিনায় আম কুড়াতে যায়। সে সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।'
Comments