টাঙ্গাইলে চিকিৎসক করোনায় আক্রান্ত
টাঙ্গাইলে এক চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান।
তিনি বলেন, ‘আজ বৃহস্পতিবার সকালে রিপোর্টটি আমাদের হাতে আসে। গতকাল বুধবার জেলা থেকে মোট ১০৫টি নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। সেখান থেকে একজনের কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়।’
সিভিল সার্জন আরও বলেন, ‘আক্রান্ত চিকিৎসক সরাসরি কোনো করোনা রোগী দেখেননি। তাই কিভাবে তিনি আক্রান্ত হলেন আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। তিনি ইতিমধ্যে যাদের সংস্পর্শে এসেছেন তাদের নমুনা সংগ্রহ করা হবে।’
আক্রান্ত চিকিৎসকের বাড়ি ঘাটাইল উপজেলায় হলেও তিনি টাঙ্গাইল পৌর এলাকায় কলেজ পাড়ায় ভাড়া বাড়িতে থাকেন। আজ বৃহস্পতিবার সকালে তার বাড়ি লকডাউন করে উপজেলা প্রশাসন।
এ নিয়ে টাঙ্গাইলে মোট ২৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হল।
Comments