জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ পেল পিসিআর মেশিন
জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজে করোনা পরীক্ষার জন্য পিসিআর মেশিন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক ডা. মোশায়ের উল ইসলাম রতন আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, জামালপুর ও পার্শ্ববর্তী ছয় জেলার মানুষের করোনা পরীক্ষা করা হবে এই মেশিনের সাহায্যে।
মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ইকবাল সালেহ জানান, মাইক্রোবায়োলজি বিভাগে এই মেশিন বসিয়ে পিসিআর ল্যাব স্থাপন করা হবে। এই ল্যাবে জামালপুর, শেরপুর জেলা ছাড়াও ময়মনসিংহের মুক্তাগাছা, টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ি, কুড়িগ্রামের রৌমারি ও রাজিবপুর, সিরাজগঞ্জের কাজিপুর ও বগুড়ার সারিয়াকান্দির মানুষের করোনা পরীক্ষা করা হবে।
মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. এ কে এম মুসা জানান, আগামী সাত থেকে দশ দিনের মধ্যে করোনা পরীক্ষার জন্য ল্যাব প্রস্তুত করা হবে। এখানে বর্তমানে দুজন টেকনোলজিস্ট আছেন। আরও চার জন টেকনোলজিস্ট শিগগির নিয়োগ দেওয়া হবে।
Comments