‘লোকজনকে ঘরে রাখতে’ প্রশাসনের বিভ্রান্তিমূলক তথ্য
সীমান্তবর্তী জেলা নড়াইল, যশোর ও ঝিনাইদহে কোভিড-১৯ এর মারাত্মক বিস্তার লক্ষ্য করা যাচ্ছে উল্লেখ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাগুরা জেলা প্রশাসন। তাতে আরও বলা হয়েছে, যে কারণে মাগুরা উচ্চ ঝুঁকিতে আছে।
এই বিজ্ঞপ্তির প্রকাশের মাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে বলে মনে করছে ঝিনাইদহের স্বাস্থ্য বিভাগ। আজ শুক্রবার সকালে ঝিনাইদহ জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমাদের জেলায় ২১ জন আক্রান্ত হয়েছেন। এটাকে মারাত্মক বিস্তার বলা যায় না।’
গতকাল প্রশাসক আশরাফুল আলম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি প্রকাশ করে মাগুরা জেলা প্রশাসন। এ প্রসঙ্গে জানতে চাইলে মোবাইল ফোনে আশরাফুল আলম বলেন, ‘মাগুরার লোকজনকে ঘরে রাখার জন্য এমনটি বলা হয়েছে। এটি আমাদের বিষয়, অন্য জেলার না।’
Comments