দিবালা এখনও করোনা আক্রান্ত থাকায় ইতালিতে ফেরেননি রোনালদো

ছবি: এএফপি

গত মঙ্গলবারই ইতালিতে ফেরার কথা ছিল জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর। সে অনুযায়ী ফেরার জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। কিন্তু এর আগেই পাওলো দিবালার সংবাদ ফাঁশ হয়ে যায়। এখনও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আছেন এ আর্জেন্টাইন তারকা। যে কারণে ইতালিতে ফেরার ঝুঁকি নেননি রোনালদো। এমন সংবাদই প্রকাশ করেছে ইতালিয়ান গণমাধ্যম কোরিয়েরে দেল্লো স্পোর্ত।

আগামী সোমবার থেকে ফের অনুশীলন শুরু হচ্ছে ইতালিতে। যে কারণে দেশের বাইরে থাকা খেলোয়াড়দের ডেকে পাঠিয়েছিলেন জুভেন্টাস কর্তৃপক্ষ। কিন্তু গত সপ্তাহে চারবার করোনাভাইরাস পরীক্ষা করা হয় দিবালার। প্রত্যেকবারi ফলাফল ইতিবাচক আসে। অথচ সাত সপ্তাহের বেশি সময় হতে চলল এ তারকা করোনাভাইরাসে আক্রান্ত। এ কারণে জুভেন্টাস কর্তৃপক্ষের নির্দেশ ফিরিয়ে দিয়েছেন রোনালদো। এখনও পর্তুগালেই অবস্থান করছেন তিনি।

এর আগে ইন্টার মিলানের সঙ্গে বন্ধ দরজায় ম্যাচ খেলার পরদিন মা ডোলোরেস আভেইরোর সঙ্গে দেখা করতে মাদেইরাতে গিয়েছিলেন রোনালদো। সেখানে যাওয়ার পরদিনই খবর মিলে সতীর্থ দানিয়েল রুগানি আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। তাতে ক্লাবের সব খেলোয়াড়কে কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করে ক্লাব কর্তৃপক্ষ। তখন থেকে পর্তুগালেই আছেন পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা।

এদিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব কিছুটা কমায় ধীরে ধীরে জীবনযাত্রা স্বাভাবিক করতে লকডাউন শিথিল করার পদক্ষেপ নিয়েছে ইতালির সরকার। অনুশীলনের সুযোগ দিয়েছেন খেলোয়াড়দের। এরপর পরিস্থিতি বুঝে নেওয়া হবে লিগ শুরুর সিদ্ধান্ত। এ বিষয়ে প্রধানমন্ত্রী কন্তে বলেছেন, 'নিরাপদভাবে অনুশীলন শুরু করতে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা এবং বিজ্ঞানীদের সঙ্গে একত্রে কাজ করবেন ক্রীড়া মন্ত্রী ভিনসেঞ্জো স্পাদাফোরা। আর অনুশীলন শুরুর পর লিগ মৌসুম আবারও শুরু করা যায় কিনা তা নিয়ে আলোচনা হবে।'

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে ইতালি ছেড়েছিলেন রোনালদোসহ মোট নয় জন খেলোয়াড়। এরমধ্যে কেবল মিরালেম পিয়ানিচই ফিরেছেন ইতালিতে। রোনালদো ছাড়াও বয়েচেক সেজনি, আদ্রিয়েন রাবিউত, মিরালেম পিয়ানিচ, দানিলো, অ্যালেক্স সান্দ্রো, দগলাস কস্তা, গঞ্জালো হিগুয়েইনরা এখনও নিজ নিজ দেশে অবস্থান করছেন।

Comments

The Daily Star  | English

US officials preparing for possible strike on Iran in coming days, Bloomberg reports

Iran and Israel continue to attack each other on Wednesday night, as Donald Trump weighs US involvement

9h ago