পটুয়াখালীতে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের রাজপাড়া থেকে লোন্দা ব্রিজ পর্যন্ত নির্মাণাধীন চার লেন সড়কের পাইলিং কাজে নিয়োজিত মো. মানিক (২৬) নামে এক শ্রমিক দুর্ঘটনায় মারা গেছেন।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান।
মানিক ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রাজতারিকা গ্রামের তারা মিয়ার ছেলে।
কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, মানিকসহ অন্য শ্রমিকরা তিন দশমিক ২০০ মিটার দীর্ঘ এই সড়কটির পাইলিংয়ের কাজ করছিলেন। সে সময় পাইলিংয়ের লুভার অসাবধানতাবশত ছিটকে মানিকের মাথায় আঘাত লাগে। এতে সে আহত হলে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জেএইচ খান লেলিন বলেন, ‘শক্ত কিছুর সঙ্গে আঘাত লাগায় তার মাথা থেঁতলে গেছে। এতে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তিনি মারা যান।’
ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘কলাপাড়া থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’
Comments