কক্সবাজারে তরুণীর মরদেহ উদ্ধার
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের উত্তর প্রান্তে বেড়িবাঁধ সংলগ্ন ঝাউবন এলাকার বাসা থেকে আজ শুত্রুবার সকাল ৭টায় কুলসুমা বেগম (১৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে কক্সবাজার মডেল থানা পুলিশ।
এ ঘটনায় জড়িত সন্দেহে ওই তরুণীর শাশুড়ি মনোয়ারা বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
নিহত কুলসুমা বেগম ওই এলাকার রিয়াজ উদ্দিনের স্ত্রী। স্বামীর মারধরের কারণে কুলসুমার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করছে পুলিশ।
ঘটনার পর কুলসুমার শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যায়। গৃহবধূ কুলসুমা বেগম কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের নতুন সেতু সংলগ্ন এলাকার ইব্রাহিম খলিলের মেয়ে।
মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. খাইরুজ্জামান।
তিনি বলেন, ‘এ ঘটনায় তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
Comments