রাণীশংকৈলে ভুয়া ডিবি পরিচয়ে চাঁদাবাজি, আটক ৩

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ডিবি পরিচয়ে চাঁদাবাজি ও ১ লাখ ৪০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে তিন যুবককে আটক করে ঠাকুরগাঁও জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। আজ শুক্রবার ওই তিন যুবককে আটক করা হয়।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ডিবি পরিচয়ে চাঁদাবাজি ও ১ লাখ ৪০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে তিন যুবককে আটক করে ঠাকুরগাঁও জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। আজ শুক্রবার ওই তিন যুবককে আটক করা হয়।

গত ৭ এপ্রিল রাণীশংকৈল থানায় পাঁচজনের নাম উল্লেখসহ আরও ২-৩ জন অজ্ঞাতনামাকে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে ভুয়া ডিবির পরিচয়ে ১ লাখ ৪০ হাজার টাকা অর্থ আত্মসাতের অভিযোগ করেন স্থানীয় ব্যবসায়ী বাদশা মিয়া।

এ প্রসঙ্গে রাণীশংকৈল থানার উপ-পরিদর্শক(এস আই) আহসান হাবীব বলেন, ‘এই চক্রটি সম্প্রতি ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে মাদকের মামলায় ফাসিয়ে দেওয়ার হুমকি দিয়ে পৌরসভার মহলবাড়ী মহল্লার বাদশা মিয়ার ছেলে হিমেলের কাছ থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা হাতিয়ে নেয়। ঘটনাটি নিয়ে সন্দেহ হলে পরে হিমেলের বাবা বাদশা মিয়া বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে এই তিন যুবককে কৌশলে থানায় হাজির করে জিজ্ঞাসাবাদের পর আজ আটক করে জেল হাজতে পাঠানো হয়।’

পলাতক আসামিদেরও ধরার চেষ্টা চলছে বলে জানান তদন্তকারী কর্মকর্তা আহসান হাবীব।

হিমেলের বাবা বাঁদশা জানান, ‘আমার ছেলে পাশের হরিপুর উপজেলার যাদুরানী বাজারে ব্যবসায়ের কাজে গেলে অভিযুক্তদের এক জন পরিকল্পিতভাবে ভুয়া ডিবির হাতে তুলে দিয়ে মাদকের মামলায় ফাঁসানোর হুমকি দেয়। ওই রাতেই তারা আমার কাছে এক লাখ চল্লিশ হাজার টাকা হাতিয়ে নেয়। তবে পরে বিষয়টি সন্দেহজনক মনে হলে থানার আশ্রয় নেই।’

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago