করোনাভাইরাস

মৃত্যু ২ লাখ ৩৮ হাজারের বেশি, যুক্তরাষ্ট্রে প্রায় ৬৫ হাজার

ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে ২ লাখ ৩৮ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৩৩ লাখ মানুষ। এ ছাড়া, সুস্থও হয়েছেন সাড়ে ১০ লাখের বেশি মানুষ।

আজ শনিবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৩ লাখ ৪৪ হাজার ৯৯ জন এবং মারা গেছেন ২ লাখ ৩৮ হাজার ৬৬৩ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১০ লাখ ৫৩ হাজার ৩৪২ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৩ হাজার ৭৮১ জন এবং মারা গেছেন ৬৪ হাজার ৯৫৬ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ১৫ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে ইউরোপের দেশ স্পেনে। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৩ হাজার ৪৩৫ জন এবং মারা গেছেন ২৪ হাজার ৫৪৩ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ লাখ ১২ হাজার ৫০ জন।

যুক্তরাষ্ট্রে পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইউরোপের আরেক দেশ ইতালিতে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৮ হাজার ২৩৬ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭ হাজার ৪২৮ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৭৮ হাজার ২৪৯ জন।

এ ছাড়া, যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৬৮৫ জন, মারা গেছেন ২৭ হাজার ৫৮৩ জন এবং সুস্থ হয়েছেন ৮৯২ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৩০৫ জন, মারা গেছেন ২৪ হাজার ৬২৮ জন এবং সুস্থ হয়েছেন ৫১ হাজার ১২৪ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৭৭ জন, মারা গেছেন ৬ হাজার ৭৩৬ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯০০ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৬৪৬ জন, মারা গেছেন ৬ হাজার ৯১ জন এবং সুস্থ হয়েছেন ৭৬ হাজার ৩১৮ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২২ হাজার ৩৯২ জন, মারা গেছেন ৩ হাজার ২৫৮ জন এবং সুস্থ হয়েছেন ৫৩ হাজার ৮০৮ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৯৫৯ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৭ জন এবং সুস্থ হয়েছেন ৭৮ হাজার ৫৮০ জন।

নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ২০২ জন, মারা গেছেন ৬ হাজার ৪১২ জন এবং সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৩৯ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৮ হাজার ২৩৮ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ১৭০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৭৪ জন।

Comments

The Daily Star  | English

BNP hosts discussion on first anniversary of July uprising

Leaders recall sacrifices, call for unity at Dhaka gathering

1h ago