সিলেটের হাওরাঞ্চলের ৮৬ শতাংশ ধান কাটা শেষ
সিলেট বিভাগের হাওরাঞ্চলের ৮৬ শতাংশ বোরো ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আজ শনিবার দুপুরে সিলেট বিভাগীয় অতিরিক্ত পরিচালক কৃষিবিদ শ্রীনিবাস দেবনাথ এ তথ্য জানান।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সিলেট বিভাগের ৬৭ শতাংশ ধান কাটা হলেও হাওরাঞ্চলের ৮৬ শতাংশ ধান কাটা হয়ে গেছে। বাকি ধান আগামী কিছু দিনের মধ্যেই কাটা শেষ হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, সিলেট বিভাগের ৪ লাখ ৭৪ হাজার ১৯৫ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। বোরো ধানের সম্ভাব্য লক্ষমাত্রা ধরা হয়েছে প্রায় ২৬ লাখ টন।
শ্রীনিবাস দেবনাথ বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবে শ্রমিক সংকট রয়েছে। কিন্তু আগাম বন্যার পূর্বাভাস থাকায় পুরোদমে ধান কাটা চলছে। এবার হাওরে নেক ব্লাস্ট রোগের প্রাদুর্ভাবে দেখা দেয়নি। যে কারণে চিটা পড়ে ধান নষ্ট হয়নি। অনুকূল আবহাওয়ায় খুবই ভালো ধান হয়েছে।’
সরকারিভাবে ধান কেনার নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি ধান উৎপাদন হয়েছে বলে দাম না পাওয়ার শঙ্কা করছেন কৃষকরা। খাদ্য অধিদপ্তরের প্রকাশিত তালিকা অনুযায়ী, সিলেট বিভাগে এবার ২৬ টাকা কেজি দরে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে সরাসরি ৫৪ হাজার ২৭৮ টন ধান কেনা হবে।
এ ছাড়া, রাইস মিল ৩৫ টাকা কেজি দরে ২৭ হাজার ৮৩৫ টন আতপ চাল ও ৩৬ টাকা কেজি দরে ৩৩ হাজার ৫২২ টন সেদ্ধ চাল কিনবে।
Comments