ইন্দোনেশিয়ার বিষাক্ত জাহাজ না কেনার নির্দেশ

ইন্দোনেশিয়া থেকে রওনা হওয়া জে ন্যাট জাহাজটি না কিনতে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ) কে নির্দেশ দিয়েছে শিল্প মন্ত্রণালয়। গতকাল ১ মে মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়।

ইন্দোনেশিয়া থেকে রওনা হওয়া জে ন্যাট জাহাজটি না কিনতে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ) কে নির্দেশ দিয়েছে শিল্প মন্ত্রণালয়। গতকাল ১ মে মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়।

উপসচিব আবুল খায়েরের সই করা নির্দেশনায় বলা হয়েছে, ‘বিভিন্ন অনলাইন পত্রিকার মাধ্যমে জানা যায়, উল্লিখিত জাহাজটি বিপুল পরিমাণ রাসায়নিক বর্জ্যসহ ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশের দিকে রওনা হয়েছে। এই অবস্থায় জাহাজটি ক্রয় না করার জন্য বিএসবিআরএ-এর সব সদস্যকে সতর্কতা অবলম্বন করার নির্দেশনা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’  

গত ৩০ এপ্রিল দ্য ডেইলি স্টারে ‘টক্সিক শিপ হেডিং ফর বাংলাদেশ’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ হয়। এতে বলা হয়, একটি জাহাজভাঙা প্রতিষ্ঠান অবৈধভাবে অত্যন্ত বিষাক্ত একটি জাহাজ আমদানি করতে যাচ্ছে। যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর এবং শ্রমিকদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

গত ১৮ এপ্রিল ইন্দোনেশিয়া থেকে রওনা দেওয়া জাহাজটি আগামী ৭ মে বাংলাদেশে পৌঁছার কথা।

 

Comments

The Daily Star  | English

Yunus seeks US support to rebuild Bangladesh, implement reforms

Tells US delegation that Bangladesh is in a significant moment in its history

1h ago