শরীয়তপুরে ঢাকাফেরত আরও ৬ জনের করোনা শনাক্ত
শরীয়তপুরে আরও ছয় জনের করোনা শনাক্ত করা হয়েছে। আজ শনিবার দুপুরে জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দুপুরে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) থেকে জেলার ছয় জনের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়ালো। এরমধ্যে দুজনের মৃত্যু হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নতুন আক্রান্তদের শরীরে করোনার কোনো উপসর্গ নেই এবং তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাদের প্রত্যেককে বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হবে।’
ডা. মো. আব্দুর রশিদ জানান, নতুন আক্রান্তের সবাই গত সপ্তাহে রাজধানী থেকে শরীয়তপুরে গ্রামের বাড়িতে আসেন। এদের মধ্যে ডামুড্যা উপজেলার তিন জন। তিন জনই ঢাকার কাকরাইল এলাকায় একটি বেকারিতে কাজ করেন। সদর উপজেলার দুই জন। তারা এরা যাত্রাবাড়ীতে থাকতেন। নড়িয়া উপজেলার আক্রান্ত যুবক জুরাইন এলাকার একটা টেইলার্সের দোকানে কাজ করতেন।’
Comments