বেনাপোলে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু

বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ছবি:সংগৃহীত

করোনা পরিস্থিতিতে এক মাস বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে পুরোদমে শুরু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। আজ শনিবার বেনাপোল-পেট্রাপোল বন্দরের তিনটি প্রবেশ দ্বার খুলে দেওয়া হয়। 

দুপুরে সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে ভারতের ট্রাক থেকে পণ্য নামানো শুরু হয়। করোনাভাইরাস পরিস্থিতির কারণে বাংলাদেশে পণ্যবাহী ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে ভারতের। যে কারণে নো ম্যানস ল্যান্ডে পণ্য ওঠা নামা হচ্ছে।

বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার আকরাম হোসেন জানান, শনিবার ভারত থেকে ১০টি ট্রাকে ১৮৬ মেট্রিকটন পাটবীজ আমদানি হয়েছে। পাটবীজের এ চালান পেট্রাপোল বন্দরে আটকে ছিল গত ১ মাস ধরে। গত ৩০ এপ্রিল পাটবীজের ২৫ টনের একটি চালান দেশে আসে।

বেনাপোল কাস্টমস হাউজের সুপারিনটেনডেন্ট শামীম আহম্মেদ বলেন, এসব

পণ্য বেনাপোল বন্দরে নিয়ে পরীক্ষা শেষে আজই ছেড়ে দেওয়া হবে। তবে যদি

কোনও আমদানিকারক তাদের পণ্য গুদামে রাখতে চান, সেক্ষেত্রে সেই মতো ব্যবস্থা নেওয়া হবে।

বেনাপোল বন্দরের পরিচালক মামুন তরফদার জানান, যে সব নিত্য প্রয়োজনীয়

পণ্য বাংলাদেশে প্রবেশ করছে, তা আমদানিকারক চাইলে ডেলিভারি নিতে পারেন। আমরা কাস্টমসের সাথে কথা বলে ভারতীয় বন্দরের পাশে ২৫ একর জমির ওপর নির্মিত ওপেন ইয়ার্ডে পণ্য দ্রুত খালাশ করে ফেরত দিতে পারব।

গত ৩০ এপ্রিল ভারত থেকে পরীক্ষামূলক প্রথম পণ্য চালান আসে ভুট্টা, পাটবীজ ও পান।

 

Comments

The Daily Star  | English

No scope to avoid fundamental reforms: Yunus

Conveys optimism commission will be able to formulate July charter within expected timeframe

4h ago