মোরেলগঞ্জের কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেস্টার ও বীজ বিতরণ

শ্রমিক সংকট নিরসনে বাগেরহাটের মোরেলগঞ্জের কৃষকের মাঝে ধান কাটার যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও ম্যানুয়াল হ্যান্ড রিপার মেশিন হস্তান্তর এবং বীজ বিতরণ করা হয়েছে।
কৃষকের মাঝে ধান কাটার যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার মেশিন হস্তান্তর।

শ্রমিক সংকট নিরসনে বাগেরহাটের মোরেলগঞ্জের কৃষকের মাঝে ধান কাটার যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও ম্যানুয়াল হ্যান্ড রিপার মেশিন হস্তান্তর এবং বীজ বিতরণ করা হয়েছে।

আজ শনিবার দুপুরে মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন কৃষকদের হাতে এসব কৃষি যন্ত্রপাতি তুলে দেন।

এ সময় তিনশ কৃষককে ২০ কেজি করে আউশ ধানের বীজ এবং ৭৫০ কৃষককে বিভিন্ন সবজি ও রবি শস্যের বীজ দেওয়া হয়।

সংসদ সদস্য আমিরুল আলম মিলন বলেন, ‘করোনা পরিস্থিতিতে ধান কাটার শ্রমিক সংকট মেটাতে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। এই পরিস্থিতি স্বাভাবিক হলে যাতে খাদ্য সংকট তৈরি না হয় সে জন্য আমরা কাজ করে যাচ্ছি।’

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা দীপক কুমার রায় বলেন, ‘কম্বাইন্ড হারভেস্টার দিয়ে মাত্র ৩ লিটার ডিজেল ব্যবহার করে ঘণ্টায় এক বিঘা জমির ধান কাটা, মাড়াই ও বস্তায় ভরা সম্ভব হবে। যার ফলে ধান কাটতে শ্রমিকের চাহিদা অনেক কমবে। এছাড়া এই উপজেলায় আমরা দুটি ম্যানুয়াল হ্যান্ড রিপার মেশিন দিয়েছি। যা দিয়ে একজন কৃষক মাত্র এক লিটার ডিজেল ব্যবহার করে খুব সহজে নিজের ধান কাটতে পারবেন।’

মোরেলগঞ্জ উপজেলায় এবার ৮ হাজার ৪০ জন কৃষক ৫ হাজার ২৫ হেক্টর জমিতে বোরো ধান চাষ করেছেন। এতে  ৩০ হাজার ৯শ টন ধান উৎপাদন হতে পারে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

Comments

The Daily Star  | English

Yunus’ economic gambit paying off

Two months ago, as Professor Muhammad Yunus waded into Bangladesh’s unprecedented political turmoil, he inherited economic chaos by default.

4h ago