হবিগঞ্জে পিকআপ-ট্রাক্টর সংঘর্ষে নিহত ২
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাধবপুর-মনতলা সড়কে পিকআপ ও ট্রাক্টরের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে আলাকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার হাবিব মিয়া (৪০) ও নোয়াখালী জেলার খানপুর গ্রামের দিদার (৫০)।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রড বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি ট্রাক্টরের সংঘর্ষ হলে, পিকআপ ভ্যানটি খাদে পরে যায়।
ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
Comments