জামালপুরে এসি ল্যান্ডসহ ৭ জনের করোনা শনাক্ত
জামালপুরে করোনাভাইরাসে আক্রান্ত আরও সাত জন শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রয়েছেন। নতুন সাত জনসহ এই জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৭৪ হয়েছে।
জামালপুরের সিভিল সার্জন মাহফুজুর রহমান জানান, শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে আসা সর্বশেষ রিপোর্টে আক্রান্তদের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।
এছাড়া অন্য আক্রান্তদের মধ্যে রয়েছেন, জামালপুর সদর হাসপাতালের একজন, সিভিল সার্জন কার্যালয়ের একজন, ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের দুই জন, দেওয়ানগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ও নারায়ণগঞ্জ ফেরত একজন। এই জেলায় আক্রান্তদের মধ্যে ৩২ জনই চিকিৎসাকর্মী যাদের মধ্যে চিকিৎসক ১০ জন।
সিভিল সার্জন বলেন, সহকারী কমিশনার (ভূমি) বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেবেন। অন্যদের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন সেন্টারে রাখা হবে।
অন্যদিকে জামালপুরে আজ পাঁচ জন সুস্থ হয়ে আইসোলেশন সেন্টার ছেড়েছেন। ২৫০ শয্যাবিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক উত্তম কুমার সরকার জানান, এ নিয়ে জেলায় মোট ৯ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
Comments