করোনা উপসর্গ নিয়ে ঈশ্বরদীতে গৃহবধূর মৃত্যু
পাবনার ঈশ্বরদী উপজেলায় করোনার উপসর্গ নিয়ে আনুমানিক ৩০ বছর বয়সী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আসমা খান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘প্রায় ১০ দিন ধরে ওই গৃহবধূ কাশি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসা দেওয়া হয়। শুক্রবার মোবাইল ফোনে তারা জানান, ওই গৃহবধূর শ্বাসকষ্ট আরও বেড়ে গেছে। তখন তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।’
‘ওই দিনই বিশেষ অ্যাম্বুলেন্সে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুর আড়াইটার দিকে তার গলা থেকে লালা সংগ্রহ করা হয়। এক্স-রে ও রক্ত পরীক্ষা করার আগেই তিনি মারা যান। তার মৃত্যুর পরে নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত শহরের বাবুপাড়া এলাকায় তার পরিবারের সদস্যদের কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে’— বলেন ডা. আসমা খান।
Comments