৮৫৪ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

Bangladesh Police Logo

গত ২৪ ঘণ্টায় দেশে আরও অন্তত ১১৩ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ সদরদপ্তর। এ নিয়ে পুলিশ সদস্যদের মধ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৫৪ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে ৯৩ জন ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত।

পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী গতকাল শনিবার দুপুর পর্যন্ত করোনায় আক্রান্ত ছিলেন পুলিশের ৭৪১ জন সদস্য।

করোনায় মোট আক্রান্তের মধ্যে ৪৪৯ জন ডিএমপিতে কর্মরত।

করোনার লক্ষণ থাকায় সারা দেশে ৩১৫ পুলিশ সদস্য আইসোলেশনে রয়েছেন। তাদের সংস্পর্শে আসায় আরও ১,২৫০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এই প্রবল সংক্রামক ভাইরাসের কারণে প্রতিদিনই নতুন করে পুলিশ সদস্যরা আক্রান্ত হওয়ায় ঢাকার ২৫০ শয্যার কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রোগীদের জায়গা দিতে হিমশিম খাচ্ছে বলে সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, পুলিশ ব্যারাকগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি মানুষ থাকায় সংক্রমণ ঠেকাতে আইসোলেশনের জন্যে অন্তত সাতটি হোটেল এবং কোয়ারেন্টিনের জন্যে কয়েকটি স্কুল ভাড়া নিয়েছে ডিএমপি।

উল্লেখ্য, সারা দেশে প্রায় ২ লাখ পুলিশ সদস্য আইনশৃঙ্খলা বজায় রাখতে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করে যাচ্ছেন।

আরও পড়ুন:

করোনায় আক্রান্ত ৭৪১ পুলিশ সদস্য

Comments

The Daily Star  | English
US attack on Iran nuclear sites

Iran denounces US attack as ‘outrageous’

Iran says 'no signs of contamination' after US attacks on key nuclear sites

10h ago