লকডাউন: এক মাসে ২০১টি সড়ক দুর্ঘটনায় নিহত ২১১

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সধারণ ছুটি ঘোষণা করেও শূন্যের কোটায় নামানো যায়নি সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার। এপ্রিল মাসে দেশব্যাপী ২০১টি সড়ক দুর্ঘটনায় ২১১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২২৭ জন।
স্টার অনলাইন গ্রাফিক্স

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সধারণ ছুটি ঘোষণা করেও শূন্যের কোটায় নামানো যায়নি সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার। এপ্রিল মাসে দেশব্যাপী ২০১টি সড়ক দুর্ঘটনায় ২১১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২২৭ জন।

আজ রবিবার দুপুরে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গণমাধ্যমে প্রকাশিত সড়ক, রেল ও নৌ দুর্ঘটনায় নিহত সংবাদের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

সংগঠনটি আরও জানায়, এ সময় নৌ পথে আটটি দুর্ঘটনায় আট জন নিহত, দুই জন আহত ও দুই জন নিখোঁজ হন। ২৩ এপ্রিল এক দিনে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে। ১৩টি সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত ও পাঁচ জন আহত হন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা ঘটে ৯ এপ্রিল। একটি সড়ক দুর্ঘটনায় এক জন নিহত হন।

Comments

The Daily Star  | English

DHL, Daily Star honour five business luminaries for outstanding achievements

The theme of this year's event is "Bangladesh on the rebound".

2h ago