শাহজাদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১৫
সিরাজগঞ্জের শাহজাদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ও বর্তমান দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আলী আজহার (৬৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার সকালে শাহজাদপুর পৌর এলাকার পারকোলায় সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আলী আজহারের বাড়ি পারকোলা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শাহজাদপুর পৌরসভার বর্তমান কাউন্সিলর বেলাল হোসেন এবং সাবেক কাউন্সিলর ও সাংবাদিক শিমুল হত্যা মামলার অন্যতম আসামি মোস্তাফিজুর রহমান পীযুষের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। দুই সপ্তাহ আগে লিজ নেয়া একটি পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে নতুন করে দ্বন্দ্বের সূত্রপাত হয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত শুক্রবারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তারই জের ধরে আজ আবারও সংঘর্ষে লিপ্ত হয় দুই গ্রুপ। এতে প্রতিপক্ষের ফলার আঘাতে আলী আজগর ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। নিহতের
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। যিনি মারা গেছেন তিনি বর্তমান কমিশনার বেলাল হোসেনের সমর্থক।
Comments