ঢাকায় ফায়ার সার্ভিসের ৯ জনের করোনা শনাক্ত
ঢাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর নয় জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন উপসহকারী পরিচালক রয়েছেন। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে খবরের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।
কন্ট্রোল রুম সূত্রগুলো জানায়, ফায়ার সার্ভিসের যাদের করোনা শনাক্ত হয়েছে তাদের মধ্যে একজন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সাত জন ফায়ারম্যান ও একজন মেকানিক রয়েছেন।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে সাত জন সদরঘাট স্টেশনের ফায়ারম্যান যারা বিভিন্ন সময় আগুন নেভানোর জন্য বাইরে গিয়েছিলেন। এছাড়া পোস্তগোলার একজন কর্মকর্তাসহ দুই জন আক্রান্ত হয়েছেন। তাদেরকে হোম এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হয়েছে।
Comments