অনুপ্রবেশের মামলায় জামিন, অন্য মামলায় কারাগারে সাংবাদিক কাজল
অনুপ্রবেশের অভিযোগে বিজিবির করা মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক শফিকুল ইসলাম কাজল। তবে, যশোর কোতয়ালী থানায় তার নামে দায়ের করা অপর একটি মামলার কারণে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
তবে, প্রাথমিকভাবে তাকে ১৪ দিন কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।
আজ রবিবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত এ আদেশ দেন।
গত ১০ মার্চ থেকে নিখোঁজ সাংবাদিক কাজলকে আজ ভোর রাত ৩টার দিকে বেনাপোল সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান দ্য ডেইলি স্টারকে জানান, অবৈধভাবে দেশে প্রবেশের অভিযোগে বিজিবি তার বিরুদ্ধে মামলা করেছে।
সাংবাদিক কাজলকে নিয়ে আজ দুপুর সাড়ে ১২টার দিকে আদালতের উদ্দেশে রওনা দেয় বেনাপোল পোর্ট থানা পুলিশ। বিকাল পাঁচটার দিকে তাকে আদালতে তোলা হলে বিজিবির মামলায় তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।
Comments