নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে শিক্ষার্থীর মৃত্যু, ১৫ বাড়ি লকডাউন

নোয়াখালীর সেনবাগের কাবিলপুরে করোনার উপসর্গ নিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ফলে, লকডাউন করা হয়েছে তার নানার বাড়ীসহ ১৫টি বাড়ি।
স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালীর সেনবাগের কাবিলপুরে করোনার উপসর্গ নিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ফলে, লকডাউন করা হয়েছে তার নানার বাড়ীসহ ১৫টি বাড়ি।

আজ রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে বাড়ীটি লকডাউন ঘোষণা করেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম মজুমদার।

সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিউর রহমান বলেন, ‘ওই শিক্ষার্থী কয়েকদিন আগে তার নানার বাড়ী মইজদীপুর গ্রামে বেড়াতে আসেন। কিছুদিন ধরে সে জ্বর ও শ্বাস কষ্টে ভুগছিল। রবিবার সকাল ৭টার দিকে ওই বাড়ীতে তার মৃত্যু হয়। করোনা ভাইরাসের উপসর্গ থাকায় তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। তার সংস্পর্শে আসা তার মা ও নানীরও নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনাগুলো পরীক্ষার জন্য বিআইটিআইডি চট্টগ্রামে পাঠানো হবে। যথাযথ নিয়ম অনুসরণ করে মৃত শিক্ষার্থীকে স্থানীয় কাবিলপুর কবরস্থানে দাফন করা হয়েছে।’

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম মজুমদার বলেন, ‘এ ঘটনায় লকডাউন ঘোষণা করে বাড়ীর সামনে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। নমুনা রিপোর্ট না আসা পর্যন্ত ১৫ টি বাড়ির ৬৬ জন সদস্যকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’

Comments