বাগেরহাটে পিকআপের ধাক্কায় নিহত ১

বাগেরহাটের ফকিরহাটে পিকআপের ধাক্কায় বাইসাইকেল আরোহী সুনীল শীল (৬০) নিহত হয়েছেন।
আজ রবিবার দুপুরে খুলনা-বাগেরহাট মহাসড়কের ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুনীল শীল ফকিরহাট উপজেলার পিলজংগ গ্রামের মৃত শশী ভূষণের ছেলে।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল ইসলাম বলেন, ‘খুলনা-বাগেরহাট মহাসড়ক দিয়ে বাইসাইকেল চালিয়ে বাগেরহাটের দিকে নিজ বাড়িতে যাচ্ছিলেন সুনীল শীল। লখপুরে পৌঁছালে অজ্ঞাত একটি মোটরযান সুনীল শীলের বাইসাইকেলকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সুনীল শীল মারা যায়। আমরা সুনীলের মরদেহ উদ্ধার করেছি। ধাক্কা দেওয়া মোটরযানকে শনাক্ত করার চেষ্টা করছি।’
Comments