শচীন আর মেসির মধ্যে যে মিল দেখতে পান রায়না
একজন ‘ক্রিকেট ঈশ্বর’ খ্যাত কিংবদন্তি খেলোয়াড়। আরেকজন ‘ক্ষুদে জাদুকর’ খ্যাত বিশ্ব কাঁপানো ফুটবলার। নিজ নিজ খেলার সর্বকালের অন্যতম সেরাদের তালিকায় নিশ্চিতভাবেই রয়েছে তাদের নাম। কথা হচ্ছে ভারতের শচীন টেন্ডুলকার ও আর্জেন্টিনার লিওনেল মেসিকে নিয়ে। খেলার মাঠের রেকর্ড আর কীর্তির দিক থেকে নয়, এই দুই মহাতারকার সহজাত মোহনীয় গুণাবলী ও চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে দারুণ মিল খুঁজে পান সুরেশ রায়না।
সম্প্রতি আরব আমিরাতভিত্তিক ইংরেজি দৈনিক খালিজ টাইমসকে সাক্ষাৎকার দিয়েছেন ভারতের বাঁহাতি ব্যাটসম্যান রায়না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ আলাপে ৩৩ বছর বয়সী ক্রিকেটার বলেছেন, ‘আমি মেসির অনেক বড় ভক্ত। তিনি খুবই নম্র। নিজেদের আশেপাশের লোকদের যত্ন নেওয়ার ক্ষেত্রে শচীন এবং মেসি দুজনেই দুর্দান্ত। কারণ, খেলাধুলায় আপনাকে সত্যিই বিনয়ী হতে হয়।’
২০১৮ সালের জুলাইতে শেষবার ভারতীয় জাতীয় দলের হয়ে খেলা রায়না যোগ করেছেন, ‘আপনি বিশ্বের এক নম্বর খেলোয়াড় হতে পারেন। তবে পরবর্তীতেও ধারাটা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনাকে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে।’
ভারতের হয়ে এখন পর্যন্ত ১৮ টেস্ট, ২২৬ ওয়ানডে ও ৭৮ টি-টোয়েন্টি খেলেছেন রায়না। ২০১১ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। সেসময় শচীন ছিলেন তার সতীর্থ। আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি করা এই ব্যাটসম্যানের কল্যাণেই ভারত শিরোপা জিতেছিল বলে বিশ্বাস করেন রায়না, ‘শচীনের কারণেই আমরা বিশ্বকাপ জিতেছিলাম। তিনিই সেই ব্যক্তি, যিনি দলের সবাইকে বিশ্বাস করিয়েছিলেন যে, আমরা এটা করতে পারি। তিনি ছিলেন দলের দ্বিতীয় কোচের মতো।’
Comments