ময়মনসিংহে ডাক্তার ও নার্সসহ আরও ১৫ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এক ডাক্তার ও পাঁচ জন স্বাস্থ্যকর্মী আছেন।
corona_detected.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এক ডাক্তার ও পাঁচ জন স্বাস্থ্যকর্মী আছেন।

আজ রবিবার ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আক্রান্ত অন্য স্বাস্থ্যকর্মী গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। বাকী ৮ জন ময়মনসিংহের ইশ্বরগঞ্জ, ভালুকা, ফুলবাড়িয়া ও হালুয়াঘাট উপজেলা।

তিনি আরও জানান, ময়মনসিংহে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে করোনা আক্তান্তের সংখ্যা দিনদিনই বাড়ছে। এ পর্যন্ত জেলায় করোনা আক্তান্ত মোট ১৬৮ জনের মধ্যে ১২০ জনই ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. জাকিউল ইসলাম জানান, এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজের ৯৬ জন করোনা আক্তান্ত হয়েছেন। তারমধ্যে ৩১ জন ডাক্তার ও ২৯ জন নার্স। 

 

Comments

The Daily Star  | English

Fashion brands face criticism for failure to protect labour rights in Bangladesh

Fashion brands, including H&M and Zara, are facing criticism over their lack of action to protect workers' basic rights in Bangladesh, according to Clean Clothes Campaign (CCC)..One year after a violent crackdown by state actors and employers against Bangladeshi garment workers protesting

Now