ময়মনসিংহে ডাক্তার ও নার্সসহ আরও ১৫ জনের করোনা শনাক্ত
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এক ডাক্তার ও পাঁচ জন স্বাস্থ্যকর্মী আছেন।
আজ রবিবার ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আক্রান্ত অন্য স্বাস্থ্যকর্মী গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। বাকী ৮ জন ময়মনসিংহের ইশ্বরগঞ্জ, ভালুকা, ফুলবাড়িয়া ও হালুয়াঘাট উপজেলা।
তিনি আরও জানান, ময়মনসিংহে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে করোনা আক্তান্তের সংখ্যা দিনদিনই বাড়ছে। এ পর্যন্ত জেলায় করোনা আক্তান্ত মোট ১৬৮ জনের মধ্যে ১২০ জনই ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. জাকিউল ইসলাম জানান, এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজের ৯৬ জন করোনা আক্তান্ত হয়েছেন। তারমধ্যে ৩১ জন ডাক্তার ও ২৯ জন নার্স।
Comments