৩৫ বছর পর আবার ‘এইসব দিনরাত্রি’

প্রায় ৩৫ বছর পর বাংলাদেশ টেলিভিশনের আবারো প্রচার হতে যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এইসব দিনরাত্রি’। প্রয়াত হুমায়ূন আহমেদের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মোস্তাফিজুর রহমান।
‘এইসব দিনরাত্রি’র একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

প্রায় ৩৫ বছর পর বাংলাদেশ টেলিভিশনের আবারো প্রচার হতে যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এইসব দিনরাত্রি’। প্রয়াত হুমায়ূন আহমেদের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মোস্তাফিজুর রহমান।

আগামী মঙ্গলবার থেকে প্রতিদিন রাত ৯টা থেকে পুনঃপ্রচার করা হবে ধারাবাহিকটি।

১৯৮৫ সালে প্রায় ৯ মাস বিটিভিতে প্রচারিত এ ধারাবাহিকটির জন্য অপেক্ষায় থাকতেন তখনকার দর্শকরা।

নাটকটিতে অভিনয় করেছেন বুলবুল আহমেদ, ডলি জহুর, শিল্পী সরকার অপু, আসাদুজ্জামান নূর, দিলারা জামানসহ অনেকেই।

বাংলাদেশ টেলিভিশনের অন্যতম জ্যেষ্ঠ প্রযোজক নাসির মাহমুদ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘গতকাল রবিবার বিটিভিতে ‘বহুব্রীহি’র শেষ পর্ব প্রচারিত হয়েছে। আগামী মঙ্গলবার থেকে রাত ৯টায় ‘এইসব দিনরাত্রি’ প্রচার শুরু হবে।’

এদিকে, ‘কোথাও কেউ নেই’র প্রচার শেষ হওয়ার পর আগামী শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে শহীদুল্লা কায়সারের উপন্যাস নিয়ে নির্মিত ধারাবাহিক ‘সংশপ্তক’ প্রচার করা শুরু হবে।

Comments

The Daily Star  | English

Sajek accident: Death toll rises to 9

The death toll in the truck accident in Rangamati's Sajek increased to nine tonight

6h ago