নারী ও বৃদ্ধা মাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২

Thakurgaon
স্টার অনলাইন গ্রাফিক্স

ঠাকুরগাঁও সদর উপজেলায় শারীরিক প্রতিবন্ধী নারী ও তার বৃদ্ধা মাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, ‘গতকাল রবিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হরিনারায়নপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।’

গতকাল দিবাগত রাত ১২টার দিকে ওই প্রতিবন্ধী নারী (৩৫) বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে গ্রেপ্তারকৃত দুজনসহ আরও ছয় জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার বরাত দিয়ে ওসি বলেন, ‘গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে দুই প্রতিবেশী বাদীর মাকে (৫৫) অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এর প্রতিবাদ করলে তারা দুই ভাইসহ আরও কয়েকজন মিলে ওই বৃদ্ধাকে বেধড়ক মারপিট ও শ্লীলতাহানির চেষ্টা করেন। মাকে বাঁচাতে শারীরিক প্রতিবন্ধী নারী এগিয়ে আসলে তারা তাকেও মারপিট ও শ্লীলতাহানির চেষ্টা করেন। এসময় প্রতিবন্ধী নারী ও তার মায়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়।’

তিনি আরও জানান, স্থানীয়রা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

‘মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে,’ যোগ করেন ওসি তানভিরুল ইসলাম।

মামলার বাদী রাতে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কয়েক বছর আগে তারা একটা মিথ্যা মামলা দিয়ে আমার পরিবারকে হয়রানি করেছে। এরপর থেকে ঠাকুরগাঁও শহরের বিভিন্ন বাসা-বাড়িতে কাজ করে দিনযাপন করছিলাম। করোনাভাইরাসের কারণে বাড়িতে ফিরলে তারা আবার আমার পরিবারের উপর নির্যাতন শুরু করে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

Comments

The Daily Star  | English
Yunus-Rubio

Yunus, Rubio pledge to deepen economic ties

Bangladesh and the United States yesterday pledged to deepen economic ties and reaffirmed commitment to a stable and peaceful Indo-Pacific region. 

2h ago