ব্রাহ্মণবাড়িয়ায় একই পরিবারের ১২ জন করোনায় আক্রান্ত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একই পরিবারের ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আজ সোমবার নতুন করে ওই পরিবারের ১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এর আগে, ওই পরিবারের দুজন আক্রান্ত সদস্যকে ঢাকায় আইসোলেশনে পাঠানো হয়েছিল। আজ নবীনগরের একজন স্বাস্থ্যকর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, আজ সকালে প্রাপ্ত রিপোর্টে নবীনগর উপজেলার করোনা শনাক্তকৃত ১১ জনের মধ্যে ১০ জন একই পরিবারের। বাকি একজন স্থানীয় স্বাস্থ্যকর্মী।
তিনি আরও জানান, ওই পরিবারের আরও দুজন ইতোপূর্বে আক্রান্ত হওয়ায় তাদেরকে ঢাকায় আইসোলেশনে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত এক হাজার ৬৭৮ জনের নমুনা সংগ্রহ করে এক হাজার ২৭৭ জনের ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ দুপুর পর্যন্ত এ জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৫৭ জন। বর্তমানে ১৯ জন আইসোলেশনে রয়েছেন। এ পর্যন্ত দুজন মারা গেছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন।
Comments