টাঙ্গাইলে নারী স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

Corona_Detect
স্টার অনলাইন গ্রাফিক্স

টাঙ্গাইলে করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনকে শনাক্ত করা হয়েছে। তিনি সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত।

আজ সোমবার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম।

তিনি বলেন, ‘আক্রান্ত ওই নারী সদর উপজেলার স্বাস্থ্য সহকারী। তিনি যেখানে বসবাস করতেন, ওই ভবনটি লকডাউন করে দেওয়া হয়েছে। সেখানে ১২টি পরিবার রয়েছে। আক্রান্ত ওই স্বাস্থ্যকর্মী নিজ বাসাতেই আইসোলেশনে আছেন।’

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘গতকাল জেলা থেকে মোট ৮৫টি নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে আজ সকালে ঢাকা একজনের আক্রান্তের বিষয়টি জানানো হয়।’

তিনি আরও বলেন, ‘এ নিয়ে জেলায় একজন চিকিৎসকসহ মোট ২৭ জনের দেহে করোনার ভাইরাস শনাক্ত হলো। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত দুই জন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন সাত জন।’

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

12h ago