ছুটি ১৬ মে পর্যন্ত বাড়ল
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের সরকারি-বেসরকারি অফিসে চলমান সাধারণ ছুটির মেয়াদ আগামী ১৬ মে এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।
আজ সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ছুটি বাড়ানো হলেও পানি, বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন ও ইন্টারনেটের মতো জরুরি সেবা চলমান থাকবে।
গত ২৩ এপ্রিল ছুটি ৫ মে পর্যন্ত বাড়িয়ে সরকার বলেছিল, কর্মীদের সুরক্ষা নিশ্চিত করে গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস ও রপ্তানিমুখী প্রতিষ্ঠান খুলতে পারবে।
উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। ছুটি তৃতীয় দফা বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। এরপর চতুর্থ দফায় ২৫ এপ্রিল ও পঞ্চম দফায় ৫ মে পর্যন্ত ছুটি বাড়ানো হয়।
Comments