কুড়িগ্রাম কারাগার থেকে ৬ বন্দীর মুক্তি

করোনা মহামারি বিস্তার রোধে সরকারের বিশেষ বিবেচনায় কুড়িগ্রাম কারাগার থেকে ছয় বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে।
ছবি: সংগৃহীত

করোনা মহামারি বিস্তার রোধে সরকারের বিশেষ বিবেচনায় কুড়িগ্রাম কারাগার থেকে ছয় বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে।

গতকাল রোববার ও আজ দুই দফায় সাজাপ্রাপ্ত এই ছয় ব‌ন্দীকে মু‌ক্তি‌ দেয় কারা‌ কর্তৃপক্ষ। কুড়িগ্রাম জেলা কারাগা‌রের জেলার মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি জানান, কুড়িগ্রাম কারাগারের বন্দী ধারণক্ষমতা ১৬৩ জন হলেও বর্তমানে ৭৪৭ জন আছেন। সরকারি নির্দেশনায় বন্দী মুক্তির জন্য ৫৭ জনের তালিকা পাঠানো হয়েছিল। এদের মধ্যে দুই দফায় ৬ জনের মুক্তির তালিকা এলে তাদের নির্ধা‌রিত জরিমানা জমাপূর্বক মুক্তি দেওয়া হয়।

মুক্তি পাওয়া বন্দীদের সবারই সাজার মেয়াদ প্রায় শেষ পর্যায়ে বলে তিনি জানান।

Comments

The Daily Star  | English

DMCH doctors threaten strike after assault on colleague

A doctor at Dhaka Medical College Hospital (DMCH) was allegedly assaulted yesterday after the death of a private university student there, with some of his peers accusing the physicians of neglecting their duty in his treatment

6h ago