কুড়িগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১
কুড়িগ্রামের রাজারহাটের টগরাইহাট এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।
আজ সোমবার রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃঞ্চ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, নিহত ট্রাক চালকের নাম বিপুল ইসলাম (৩৪)। তিনি বগুড়ার মাটিডালি এলাকার বাসিন্দা। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। আহতদের প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে বগুড়া থেকে একটি মাছ বোঝাই ট্রাক কুড়িগ্রাম আসার পথে টগরাইহাট এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাছ বোঝাই ট্রাকের চালক নিহত হন।
Comments