পোলট্রি খামারে হামলা-ভাঙচুর: জুড়ী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পোলট্রি খামারে হামলা ও ভাঙচুরের ঘটনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোঈদ ফারুককে প্রধান আসামি করে ১২ জনের নামে মামলা হয়েছে।

শনিবার রাতে খামার মালিক দীনবন্ধু সেন মামলা করেন বলে জানিয়েছেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার।

জুড়ী থানার ওসি জানান, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গত ১ মে রাতে জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামে একটি পোল্ট্রি খামারে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে উপজেলা চেয়ারম্যান ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ সময় এলাকাবাসীর সঙ্গে উপজেলা চেয়ারম্যান ও তার দলবলের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে এলাকাবাসী উপজেলা চেয়ারম্যানকে আটকে রাখলে পুলিশ গিয়ে উদ্ধার করে।

 

Comments

The Daily Star  | English

Khulna JP office vandalised

Protesters vandalised the Jatiyo Party office in Khulna’s Dakbangla area yesterday evening.

4h ago