বরিশাল বিভাগে ১২৭ জন করোনায় আক্রান্ত, শীর্ষে বরিশাল জেলা

বরিশাল বিভাগে গত ১০ মার্চ থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই ভারতীয়সহ ১২৭ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এরমধ্যে ছয় জনের মৃত্যু হয়েছে।
Corona_Detect
স্টার অনলাইন গ্রাফিক্স

বরিশাল বিভাগে গত ১০ মার্চ থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই ভারতীয়সহ ১২৭ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এরমধ্যে ছয় জনের মৃত্যু হয়েছে।

বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক জানান, আক্রান্তদের মধ্যে ৪১ জন বরিশাল, ৩২ জন বরগুনা, ২৭ জন পটুয়াখালী , ঝালকাঠী ও পিরোজপুর জেলায় ১১ জন ও ভোলায় ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটসহ বিভাগের কিছু হাসপাতালে ৩৪ জন করোনা রোগী চিকিৎসাধীন আছেন।

মৃত ছয় জনের মধ্যে বরিশালের মুলাদী, পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকী, বরগুনার বেতাগী ও আমতলীতে এক জন করে মারা গেছেন।

শের ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, সোমবার দুপুর পর্যন্ত করোনা আইসোলেশন ইউনিটে ১৪ জন রোগী ভর্তি আছে, এর মধ্যে ৬ জনের করোনা চিহ্নিত হয়েছে, বাকী ৮ জনের টেস্ট রিপোর্ট এখনও ল্যাব থেকে এসে পৌঁছায়নি।

রবিবার রাতে করোনা উপসর্গ নিয়ে বরিশাল নগরীরর পলাশপুরে একজন মারা গেছেন। শনিবার বিকেলে শ্বাসকষ্ট নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে করোনা ইউনিটে ট্রান্সফার করা হয়। মৃত ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

Comments