১০ মে থেকে খুলবে বিপণি বিতান
আসন্ন ঈদে কেনাকাটার জন্য ১০ মে থেকে বিকেল ৪টা পর্যন্ত দোকান ও বিপণি বিতান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সাধারণ ছুটি ১৬ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্তের সঙ্গে দোকান ও বিপণি বিতানের ব্যাপারে এই সিদ্ধান্ত হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বলা হয়েছে, দোকানপাট খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে কেনাবেচার সময় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রাখতে হবে। বিপণি বিতানগুলোতে ঢোকার পথে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা থাকতে হবে।
তবে এই সময়ের মধ্যেও আগের মতোই আন্তঃজেলা ও আন্তঃউপজেলা যাত্রী চলাচল বন্ধ থাকবে।
বাংলাদেশ দোকান মালিক সমিতর সাধারণ সম্পাদক জহিরুল হক ভুঁইয়া এই নির্দেশনা পাওয়ার কথা দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
Comments