মাইকিং বন্ধ করতে বলায় হামলা, আহত ৪

লালমনিরহাটের কালীগঞ্জের গোড়ল ইউনিয়নে উচ্চ শব্দে মাইকিং করে মাংস বিক্রি করতে নিষেধ করায় ১২-১৫ জনের একটি দল গ্রামবাসীর ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলায় কলেজ শিক্ষার্থীসহ চার জন আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে হামলাকারীদের একজনকে আটক করেছে পুলিশ।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, উচ্চ শব্দে মাইকিং করতে নিষেধ করায়, আজ সোমবার বিকেলে স্থানীয় মাংস বিক্রেতা আইয়ুব আলীর নেতৃত্বে ১২-১৫ জনের একটি দল লাঠি নিয়ে এলাকাবাসীর ওপর হামলা চালায়। এতে এক কলেজ শিক্ষার্থীসহ চার জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে খাদিম ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

ওসি জানান, আহত কলেজ ছাত্রকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর তিন জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

হামলায় অভিযুক্তদের আটকে অভিযান চলছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Govt, in principle, decides to scrap Cyber Security Act

The decision has been taken in a meeting at the Chief Adviser's Office in the capital's Tejgaon area.

40m ago