বাসসের গাজীপুর প্রতিনিধির করোনা শনাক্ত

গাজীপুরে আরও এক সংবাদকর্মীর করোনা শনাক্ত হয়েছে। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) গাজীপুর জেলা প্রতিনিধি। এরআগে এই জেলায় দুজন বেসরকারি টেলিভিশনের সংবাদকর্মীর করোনা শনাক্ত করা হয়েছিল। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৩৩৬ জনে দাঁড়ালো।

গাজীপুরে আরও এক সংবাদকর্মীর করোনা শনাক্ত হয়েছে। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) গাজীপুর জেলা প্রতিনিধি। এরআগে এই জেলায় দুজন বেসরকারি টেলিভিশনের সংবাদকর্মীর করোনা শনাক্ত করা হয়েছিল। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৩৩৬ জনে দাঁড়ালো।

আজ সোমবার গাজীপুরের সিভিল সার্জন ডা. খাইরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

বাসসের ওই সাংবাদিক বর্তমানে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (করোনা ডেডিকেটেড) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি একজন মুক্তিযোদ্ধা। 

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আজ বিকালে ওই সাংবাদিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ছাড়াও করোনাভাইরাসে আক্রান্ত দুই পোশাক শ্রমিকসহ মোট ৬ জন এখানে চিকিৎসাধীন আছেন।

গাজীপুরের সিভিল সার্জন ডা. খাইরুজ্জামান জানান, গত কয়েকদিন ধরে ওই সাংবাদিক জ্বর ও মাথা ব্যথায় ভুগছিলেন। গত  ২ মে ১৩০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়। আজ ওই সাংবাদিকসহ আরও দুজনের রিপোর্ট পজিটিভ এসেছে।

তিনি আরও জানান, জেলায় মোট আক্রান্ত ৩৩৬ জনের মধ্যে গাজীপুর সদরের ১১৮ জন, কালিগঞ্জের ৯১ জন, কাপাসিয়ার ৭০ জন, কালিয়াকৈরের ৩৪ জন এবং শ্রীপুরের ২৩ জন আছেন। এ পর্যন্ত মোট ৩ হাজার ৫৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল বেসরকারি টিভি চ্যানেল ৭১ টেলিভিশনের গাজীপুর প্রতিনিধির করোনা শনাক্ত হয়। তিনি সুস্থ হয়ে ও স্বাভাবিক জীবনে ফিরেছেন। গত ২৭ এপ্রিল এসএ টেলিভিশনের গাজীপুর প্রতিনিধির করোনা শনাক্ত হয়। তিনি বর্তমানে হোম আইসোলেশনে আছেন।

Comments

The Daily Star  | English

9 die of dengue

Highest single-day deaths this year

2h ago