মাশরাফির বলে কেন পেটাতে পারেন না আন্দ্রে রাসেল?

দুনিয়ার তাবৎ বোলারদের চার-ছয়ে দিশেহারা করেন অনায়াসে। আন্দ্রে রাসেলের দিনে অসহায় হয়ে যেতে হয় যেকোনো বোলারকেই। অথচ মাশরাফি বিন মর্তুজাকে নাকি মারতে পারেন না এই ক্যারিবিয়ান। তামিম ইকবালেরর সঙ্গে আড্ডায় সেই রহস্য ফাঁস করলেন মাশরাফি।
andre russell
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

দুনিয়ার তাবৎ বোলারদের চার-ছয়ে দিশেহারা করেন অনায়াসে। আন্দ্রে রাসেলের দিনে অসহায় হয়ে যেতে হয় যেকোনো বোলারকেই। অথচ মাশরাফি বিন মর্তুজাকে নাকি মারতে পারেন না এই ক্যারিবিয়ান। তামিম ইকবালেরর সঙ্গে আড্ডায় সেই রহস্য ফাঁস করলেন মাশরাফি।

সোমবার রাতে ফেসবুকে সরাসরি আড্ডায় মেতেছিলেন বাংলাদেশের বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ও সদ্য সাবেক কাপ্তান মাশরাফি। সিরিয়াস বিষয় ছাড়াও ক্রিকেট মাঠের অনেক মজাদার ঘটনা উঠে আসা দুজনের আলাপচারিতায়।

বিপিএলে অনেকবার  রাসেলের প্রতিপক্ষ হয়েছেন মাশরাফি। মাশরাফির বলে কাবু হয়েছেন রাসেল। সেই প্রসঙ্গ টেনেই তামিমের জিজ্ঞাসা, ‘আচ্ছা ভাই, আন্দ্রে রাসেল আপনাকে মারতে পারে না কেন?’

হেসে মাশরাফির জবাব,  ‘ও আমাকে পেস বোলার ভাবে।’

লম্বা রানআপে বল করলেও মাশরাফির বলের গতির দিকে ইঙ্গিত তামিমের, ‘আপনার জোরে বল আর স্লোয়ারের স্পিড দেখে মনে হয় বুঝতে পারে না কোনটা কি।’

মাশরাফি জানান, রাসেল সত্যিই মাশরফির বলের গতিতে হয়ে যান বিভ্রান্ত, ‘ও সর্বশেষবার আউট হয়ে আমাকে বলে, “তোমাকে আমি কেন সব সময় মারতে পারি না।” আমি বললাম “তোমার সমস্যা আছে। তুমি মেন্টালি সেট করে নিবা আমার স্লোয়ার ১১৭ (কিমি ঘন্টায়), জোরেরটা ১২০ (কিমি ঘন্টায়),  তুমি তো জোরেরটা ভাব ১৩০(কিমি ঘন্টায়)। স্লোয়ার ভাব ১০৫ (কিমি ঘন্টায়)। ওভাবে ব্যাট চালালে তো হবে না।”’

‘ও আমাকে মাঝে মাঝে ভাবে মিডিয়াম পেসার। কিন্তু জানে না কি আসতেছে।’(হাসি)

Comments