তামিমের ব্যাট ছাড়া খেলতেই পারেন না মাশরাফি
আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সময় বরাবরই তামিম ইকবালের কাছ থেকে ব্যাট চেয়ে নেন মাশরাফি বিন মর্তুজা। সেই ব্যাট চাওয়ার একটা বিশেষ কৌশলও আছে তার। মাশরাফি জানান, ব্যাপারটা এমন পর্যায়ে গিয়েছে যে তামিমের ব্যাট ছাড়া নাকি তিনি খেলতেই পারেন না।
এমনিতে বোলার মাশরাফির ব্যাটিংয়ে অতো প্রয়োজন পড়ে না। কিন্তু ব্যাট তো একটা প্রতি ম্যাচে রাখতেই হয়। যখনই তাই দরকার হয় মাশরাফির ব্যাটের যোগান আসে তামিমের কাছ থেকে।
সোমবার রাতে ফেসবুক লাইভে আড্ডায় তামিম মজা করে জিজ্ঞেস করেন তার ব্যাট নিয়ে কেন এত পাগলামো মাশরাফির, ‘ভাই, এই যে আমার কাছ থেকে ব্ল্যাকমেইল করে করে ব্যাটগুলা নেন। বলেন “ব্যাট দিলেই তুই সেঞ্চুরি করবি, ব্যাট দিলেই রান করবি।” এটার কাহিনীটা কি? আর আসলে গত সিরিজেও আপনাকে ব্যাট দেওয়ার কারণে আমি দুইটা সেঞ্চুরি করেছি এটা ঠিক। কিন্তু ব্যাটের সঙ্গে সম্পর্ক কি ভাই?’
মাশরাফির যুক্তিটা সরল, ‘একটা ব্যাটের দাম ৫০ হাজার টাকা। মানে তুই যে ব্যাট দিয়ে খেলিস। সৌম্যরা যে ব্যাট দিয়ে খেলে সেগুলো হয়তবা ৪০ হাজার, ৪৫ হাজার...ওই কাছাকাছি। এখন আমি চিন্তা করি ৫০ হাজার টাকা দিয়ে ব্যাট কিনে লাভ কি? তামিমের কাছ থেকেই নেই।’
তবে এটাই তো আসল কারণ না। তামিমের সংগ্রহের ব্যাট ছাড়া নাকি স্বাচ্ছন্দ্যই বোধ করেন না মাশরাফি, ‘মূল কারণ হয়েছে কি তামিম। আমি না অসুস্থ হয়ে গেছি। আমি তোর ব্যাট ছাড়া খেলতে পারি না। আমার আর কারো ব্যাট ভালো লাগে না।’
‘তুই অনেকবার বলেছিলি, “দুইটা ব্যাট দিয়ে দিলাম আপনারে। আমারে এক লাখ টাকা দিয়ে দিয়েন।” আমি বলেছি, “হ্যাঁ টাকা তুই পেয়ে যাবি, ব্যাট দুইটা আগে দেয়।” কিন্তু টাকা তো আলহামদুল্লিয়াহ বাকি (হাসি)।’
Comments