ঝিনাইদহে সাবেক এমপি-চিকিৎসকসহ আরও ৭ করোনা রোগী শনাক্ত
ঝিনাইদহে সাবেক সংসদ সদস্য ও তিন চিকিৎসকসহ করোনাভাইরাসে আক্রান্ত আরও সাত জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় ২৮ জনকে শনাক্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সকালে ৩৫টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে সাত জনের করোনা পজিটিভ এসেছে। তাদের মধ্যে ঝিনাইদহ সদরের দুই চিকিৎসক, ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, কালীগঞ্জের একটি হাসপাতালের নার্স, শৈলকুপায় দুই নারী ও কোটচাঁদপুরে এক চিকিৎসক রয়েছেন।
তিনি আরও জানান, এখন পর্যন্ত জেলা থেকে পাঠানো নমুনার মধ্যে ২৮০টির ফলাফল পাওয়া গেছে। যার মধ্যে ২৮ জনের করোনা পজিটিভ এসেছে। তাদের মধ্যে চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের ১৭ জন রয়েছেন।
উল্লেখ্য, জেলায় এখন পর্যন্ত ২৮ জনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ঝিনাইদহ সদরে ছয় জন, শৈলকুপায় নয় জন, হরিনাকুণ্ডতে একজন, কালীগঞ্জে আট জন, কোটচাঁদপুরে তিন জন ও মহেশপুরে একজন।
Comments