চাঁদপুরে আইসোলেশনে মৃত নারী করোনায় আক্রান্ত ছিলেন
চাঁদপুর সদর হাসপাতালে আইসোলেশনে মারা যাওয়া নারী করোনায় আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আজ মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত শুক্রবার সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়। তার নমুনা পরীক্ষার ফলাফল আমাদের হাতে এসেছে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। এ ছাড়া, নতুন করে সাত জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে চাঁদপুরে শনাক্ত রোগীর সংখ্যা ২৯ জনে দাঁড়ালো।
Comments