করোনায় আক্রান্ত পুলিশের ১ হাজার ১৫৩ সদস্য

দেশে করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা বেড়ে এক হাজার ১৫৩ জনে দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত আক্রান্তের তথ্য দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর।
Bangladesh Police Logo

দেশে করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা বেড়ে এক হাজার ১৫৩ জনে দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত আক্রান্তের তথ্য দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর।

গতকাল পর্যন্ত আক্রান্ত হয়েছিলেন পুলিশের ৯৫৩ জন সদস্য।

মোট আক্রান্তের ৫৭৬ জনই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ঢাকা জেলার বাইরে নারায়ণগঞ্জ ও গাজীপুরে আক্রান্তের সংখ্যা বেশি।

করোনায় এখন পর্যন্ত পাঁচ জন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। চিকিৎসায় সুস্থ হয়েছেন ৮৭ জন।

করোনা উপসর্গ থাকায় এক হাজার ৬৩ জন পুলিশ সদস্য আইসোলেশনে আছেন এবং আক্রান্তদের সংস্পর্শে আসায় এক হাজার ১৭৯ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, গতকাল পর্যন্ত মাত্র ১৮১ জন সদস্য আইসোলেশনে ছিলেন। গত ২৪ ঘণ্টায় তা অনেক বেড়ে গেছে।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. সোহেল রানা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা নিশ্চিতে আমরা সব ধরণের ব্যবস্থা নিয়েছি। মানসিক বল না হারাতে আমরা তাদেরকে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে দিচ্ছি। আক্রান্তদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ বজায় রেখেছেন ইউনিট প্রধান।’

Comments

The Daily Star  | English

Bangladesh ranks 84th among 127 countries in Global Hunger Index

The level of hunger in Bangladesh this year has been categorised as "moderate"

1h ago