সাভারে আরও ৮ পোশাক শ্রমিকের করোনা শনাক্ত
সাভারে আরও আট জন পোশাক শ্রমিকের করোনা শনাক্ত হয়েছে। দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা।
তিনি জানান, গত সোমবার সাভার থেকে ৪০ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়েছিল। তাদের মধ্যে আট জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তরা সবাই পোশাক শ্রমিক।
তবে শনাক্তদের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।
এর আগে গত ১ মে সাভারে আরও আট জন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে নিশ্চিত হওয়া গিয়েছিল। সেদিন শনাক্ত হওয়াদের মধ্যে সাত জনই ছিলেন বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিক।
Comments