খুলনায় করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুর ২টা ৫৫ মিনিটে হাসপাতালের করোনা সাসপেক্টটেড আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়।
তার বাড়ি বাগেরহাটের মোংলা চাঁদপাই এলাকায়। খুমেক হাসপাতালের ফোকাল পারসন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চার-পাঁচ দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন ওই ব্যক্তি। মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে তাকে সরাসরি আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। দুপুর ২টা ৫৫ মিনিটে তিনি মারা যান। তিনি করোনা আক্রান্ত ছিলেন কি না তা জানার জন্য তার নমুনা পরীক্ষ করা হচ্ছে।’
Comments