ঝিনাইদহে চিকিৎসক-সেবিকাসহ আরও ৪ জন করোনায় আক্রান্ত
ঝিনাইদহে চিকিৎসক-সেবিকাসহ আরও ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বুধবার সকালে জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
এ নিয়ে ঝিনাইদহে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে।
জেলা সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের মেডিকেল অফিসার ও মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ বলেন, ‘যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সকালে ১৫টি নমুনা পরীক্ষার ফলাফল আসে। এর মধ্যে চিকিৎসক ও সেবিকাসহ নতুন চার জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে দ্বিতীয় বারের পরীক্ষায় দুই জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।’
Comments