ঝিনাইদহে চিকিৎসক-সেবিকাসহ আরও ৪ জন করোনায় আক্রান্ত

ঝিনাইদহে চিকিৎসক-সেবিকাসহ আরও ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বুধবার সকালে জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
Jhinaidoho_DS_Map
স্টার অনলাইন গ্রাফিক্স

ঝিনাইদহে চিকিৎসক-সেবিকাসহ আরও ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বুধবার সকালে জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

এ নিয়ে ঝিনাইদহে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে।

জেলা সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের মেডিকেল অফিসার ও মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ বলেন, ‘যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সকালে ১৫টি নমুনা পরীক্ষার ফলাফল আসে। এর মধ্যে চিকিৎসক ও সেবিকাসহ নতুন চার জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে দ্বিতীয় বারের পরীক্ষায় দুই জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।’

Comments

The Daily Star  | English

Mob beating at DU: Six students confess involvement

Six students of Dhaka University, who were arrested in connection with killing of 35-year-old Tofazzal Hossain inside their hall on Wednesday, confessed to their involvement in the crime before a magistrate

3h ago