খুলছে না বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্ক
সরকার আগামী ১০ মে থেকে শপিং মল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেও ঈদের আগে খুলছে না দেশের বড় দুই শপিং মল বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্ক।
আজ বুধবার বসুন্ধরা গ্রুপের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা রুহুল আমিন বসুন্ধরা শপিং মল না খোলার তথ্য নিশ্চিত করেন।
এছাড়াও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।
তিনি বলেন, করোনাভাইরাসের বিস্তার রোধে মানুষের জীবনের কথা চিন্তা করে ঈদ বাজারে খুলবে না বসুন্ধরা শপিং মল।
এই সিদ্ধান্ত বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের বলেও স্ট্যাটাসে উল্লেখ করা হয়।
করোনাভাইরাসের বিস্তার রোধে মানুষের নিরাপত্তা বিবেচনায় ঈদ শপিংয়ে যমুনা ফিউচার পার্ক খুলবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তারা বলছে, শপিং মলে ভিড়ে করোনাভাইরাস সংক্রমিত হতে পারে, এই আশঙ্কা থেকেই শপিং মল না খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Comments